নরসিংদী জেলায় অবস্থিত বিভিন্ন বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্র খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বিশেষ সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ জুলাই নরসিংদী জেলায় অবস্থিত বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্রসমূহ খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদীর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
সুস্থ বিনোদনকে মানসিক স্বাস্থ্যের অংশ হিসেবে উল্লেখ করে মান্যবর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে সর্বসাধারণের জীবন ও জীবিকার কথা মাথায় রেখে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নরসিংদীতে বিনোদন কেন্দ্র সমূহ চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।