গিনেস বুকে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। এই প্রথম বারের মতো গিনেস বুকে নাম উঠালো ২২ বছর বয়সী এই যুবকের। এবার এক মিনিটে সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিষ্টাইলের স্বীকৃতি পেয়েছেন তিনি।
(৩০ জুলাই) রবিবার তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি। এক মিনিটে ৬৫ বার ফুটবল ঘাড়ের ওপর নাচিয়ে জুবায়ের নতুন রেকর্ড গড়েন। জুবায়ের বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। শুরুতে পরিবার থেকে সমর্থন না পেলেও এখন ফয়সালের কৃতিত্বে খুশি বাবা-মাসহ পরিবারের সবাই।
বাবা জালাল আহম্মদ বলেন, খেলাধুলা থেকে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। কিন্তু সে লুকিয়ে লুকিয়ে এ সব প্রাকটিস চালিয়েছে। এখন সে একটি বিশ্ব রেকর্ড করেছে। এ থেকে কী হবে জানি না। তবে চাই সে করুক।
পড়াশুনার পাশাপাশি চালিয়ে যাক। গিনেস রেকর্ডের বিষয়ে মো.আশিকুর রহমান জুবায়ের বলেন, নিজের খেয়াল থেকেই এগুলো করেছি। ছোটবেলাতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও বেশিদূর এগোতে পারিনি। তবে ইচ্ছা ছিল আলাদা কিছু করার। বাড়িতে লেখাপড়ার জন্য বাবা-মায়ের কড়া শাসন থাকলেও ঘরের দরজা বন্ধ করেই নিয়মিত চালিয়ে যেতাম প্রাকটিস।
এ ক্ষেত্রে পেছনে কোনো প্রশিক্ষক ছিল না। তবে পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আরও অনেকেই এর প্রতি ঝুঁকবে আশা করি।