ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার বিনোদনকেন্দ্র গুলোতে ঈদ উপলক্ষে যেন ফিরেপেয়েছে প্রান।
দীর্ঘদিন বন্ধ থাকার পর শনিবার (০১ আগস্ট) ঈদুল আযহায় কিছুটা প্রাণ চাঞ্চল্য ফিরেছে নেত্রকোনার বিনোদন কেন্দ্র কিড্ডি-কিংডমে।
সন্ধ্যা হতেই শহরের আশপাশের এলাকার বিনোদন পিপাসুরা করোনা প্রাদুর্ভাবকে ডিঙ্গিয়ে ঘুরতে আসেন এই পার্কটিতে। তবে নেই আগের মতো ভিড়।
নেত্রকোনা জেলা শহরের অদূরে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে শখের বসে গড়ে তোলা বাণিজ্যিক পার্কটিও বন্ধ থেকে যেন ফিরে পেয়েছে কিছুটা প্রাণ।
কিন্তু বন্ধ রয়েছে নাগরদোলা, সুইং চেয়ার, রেলগাড়িসহ বেশ কয়েকটি শিশু বিনোদন রাইড।
খুব কম সংখ্যক মানুষ তাদের শিশুদের কিছুটা আনন্দ দিতে প্যাডেল বোর্ডে নিয়ে ঘুরছেন।
তবে করোনাকালীন দীর্ঘদিন বন্ধ রাখার পর মানুষের আনন্দের জন্য বিনোদন কেন্দ্রটি খুলে দিয়ে স্বস্তি বোধ করছেন কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা।