উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে আবহাওয়া অধিদপ্তর।
লঘু চাপের প্রভাবে মঙ্গলবার (০৪ আগস্ট)ভোর থেকে বাগেরহাট-মোংলাসহ উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।দুই দিনের অসহ্য গরমের পরে হঠাৎ বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।বজ্রপাতের ফলে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।
তবে মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন,তিন নম্বর সতর্ক সংকেতে বন্দরের কার্যক্রমে তেমন কোন প্রভাব পড়ে না।বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।