নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আত্রাই উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব গনসংযোগ করেছেন। বৃহস্প্রতিবার সকালে তার নিজ গ্রাম জাতআমরুল হতে আহসানগঞ্জ রেল স্টেশন পর্যন্ত দলীয় নেতাকর্মী এবং ভোটারদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ভাবে এ গনসংযোগ শুরু করেন।
আহসানগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত এক বক্তৃতায় তিনি বলেন, আমার বড়ভাই প্রয়াত সিদ্দিকুর রহমান রাজা আত্রাই উপজেলা আ’লীগ সভাপতি হিসাবে যখন জনপ্রিয় হয়ে উঠলেন।
এমপি পদপ্রার্থীর মনোনয়নে সৎ ও কর্মঠ হিসেবে সুখ্যাতি চারিদিকে যখন ছড়িয়ে পড়লো তখন শান্তি ও উন্নয়নের ধারা ব্যাহত করতে এক শ্রেণীর স্বার্থনেষী মহল ১৯৯৯ সালে ৩০ শে মার্চ তাঁকে হত্যা করেন।
তিনি বলেন ভাইয়ের স্বপ্নের আত্রাই -রাণীনগরে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরে এনে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালি করতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
উলেখ্য গত ২৭ জুলাই ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল আলম এমপি মৃত্যু বরণ করায় এ আসন শূণ্য হয়। তবে সরকারী ভাবে এ আসনটি এখনও শুণ্য ঘোষনা করা হয়নি।