পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতি করতে গিয়ে একই পরিবারের শিশু সন্তানসহ ৩ জনকে নৃৃশংস ভাবে হত্যা করা হয়েছে। ঘটনার মূল হোতা অলি বিশ্বাসকে গ্রেফতার করার পরে শনিবার (৮ই আগস্ট) রাতে প্রেস ব্রিফিং হত্যাকান্ডের বিষয় এ তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রেস ব্রিফিং এ জানান, ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে আসামীরা সেদিন আয়নাল হকের ঘরে প্রবেশ করেছিল। কিন্তু গৃহকর্তা আয়নাল হক তাদের চিনে ফেলায় নিজেদের বাঁচাতে ঘরের ৩ জনকে নৃশংস ভাবে হত্যা করে আসামীরা। এ হত্যাকান্ডেে আরো ২ জন জড়িত আছে। তাদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হলো না।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা হত্যাকান্ডেে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। অলি বিশ্বাস ও অপর আসামী রাকিবকে মঠবাড়িয়ার সাফা বাজার এলাকা থেকে গতরাত একটার দিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার উপ- পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান, ৩ খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অলি বিশ্বাসের আপন এক ভাই একটি হত্যা মামলা এখন যাবৎজীবন কারাভোগ করছে।