ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বাক প্রতিবন্ধী এক তরুণীকে (২৩) উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। শনিবার রাত ১২টায় উপজেলার পরশীপাড়া বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
পরে মেয়েটির লিখিত ঠিকানায় যোগাযোগ করে গভীর রাতে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ই আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পরশী পাড়া গ্রামে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে সড়কের পাশে অজ্ঞাতপরিচয় সুন্দরী এক যুবতীকে শুয়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের জানান।
পরে দফাদারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে পরশীপাড়া বাজারে রাখা হয়। কিন্তু মেয়েটি নাম পরিচয় বলতে না পারায় স্থানীয় লোকজন বিপাকে পড়ে। এ অবস্থায় তারা ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা কামনা করেন।
রাত ১২টার দিকে গফরগাঁও থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে কথা বলতে না পারলেও লিখে মেয়েটি তার নাম পরিচয় জানায়।
পরে থানা কর্তৃপক্ষ ওই ঠিকানায় যোগাযোগ করে পরিবারের লোকজনকে থানায় আসতে বলে। রাত আড়াইটার দিকে পরিবারের লোকজন থানায় এলে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, মেয়েটি বাক প্রতিবন্ধী হলেও লেখাপড়া জানে। মেয়েটির বাড়ি উপজেলার রাওনা ইউনিয়নে। লিখে ঠিকানা জানানোয় পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।