ঝালকাঠি প্রতিনিধি : কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠিতে গিনেস বুক অফ ওয়াল্ডে ‘নেক থ্রো এন্ড ক্যাচেস’ ক্যাটাগরিতে নতুন বিশ্ব রেকর্ড গড়ায় ঝালকাঠির সন্তান আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটি (ইয়াস)।
একটি ফুটবল ফ্রি ষ্টাইলিংয়ে এক মিনিট ঘাড়ের উপর রেখে সর্বোচ্চ ৬৫ বার বলটি থ্রো এবং হোল্ড করে রাখতে পারায় গিনেস বুকের রেকর্ডে প্রথম স্থান অর্জন করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন এই তরুন। ৯ আগষ্ট রোববার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় ইয়ুথ এ্যাকশন সোসাইটির পক্ষ থেকে বিশ্বরেকর্ড অর্জনকারী জুবায়ের’কে সম্মাননা স্বারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
ইয়ুথ এ্যাকশন সোসাইটি ঝালকাঠি শাখার সভাপতি শাকিল হাওলাদার রনি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সেনালী, পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, সংগঠনের উপদেষ্টা হাসান মাহমুদ এবং জুবায়ের এর পিতা সাবেক পৌর কমিশনার জালাল আহম্মেদ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা নিশি। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে জুবায়ের বলেন ফুটবল ফ্রি স্টাইলিংয়ে পৃথিবীর সেরাদের সেরা হওয়াই তার স্বপ্ন।
জুবায়ের’র এ অর্জন শুধু ঝালকাঠি নয় গোটা বাংলাদেশের জন্যই একটি গর্বের বিষয় এমনটাই মন্তব্য করেছেন আমন্ত্রিত অতিথিরা।