গাইবান্ধার কামারজানীর গোঘাট গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন। এসময় তিনি বলেন, নদী ভাঙন রোধকল্পে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত থাকবে। নদী ভাঙনে বসতভিটা বিলীন হওয়া পরিবারদের মাঝে ত্রানের ঢেউ টিন বিতরন করা হবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান ভাঙন রোধে চলমান জরুরী কাজের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আশাবাদী-আগামী ডিসেম্বর মাসের মধ্যে সিসি ব্লক দ্বারা তীর সংরক্ষনের মাধ্যমে ভাঙন রোধ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী,কামারজানী ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম জাকির উপস্থিত ছিলেন।