২০০৪সালের ২১শে আগস্ট নারকীয় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চরম্বা ইউনিয়ন অাওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ২১আগস্ট২০২০ইং(শুক্রবার) বিকেলে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা যুবলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উনুষ্টানে মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ নাজিম উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আসহাব উদ্দিন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চরম্বা ইউপির সাবেক মেম্বার, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ কালু, ইউনিয়ন যুবলীগ নেতা মুহাম্মদ খানে আলম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদ,
চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি হাজ্বী ছিদ্দিক আহমদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজ্বী ফোরকান আহমদ,জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কাসেম,আওয়ামীলীগ নেতা জালাল, মহিউদ্দিন,স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি নাজিম, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ নুরুল ইসলাম,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিদুয়ান,দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ- সম্পাদক মুহাম্মদ মিনহাজ রেজা রাফি,যুবলীগ নেতা আহমদ উল্লাহ, যুবলীগ নেতা সরওয়ার,নাজিম, বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা আবু তাহের, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আরিয়ান প্রমুখ।
পরে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাইজবিলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুস শুক্কুর।