ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মৎস্য খাতের উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদ হল রুমে মৎস্য চাষের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সুবীর কিশোর চৌধুরী।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কোহিনূর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, গৌরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু।
প্রশিক্ষণে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কেন্দুয়া, মদন ও গৌরিপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ সাংবাদিক অংশগ্রহণ করেন।