বরিশালের বানারীপাড়ায় শেরে বাংলার স্মৃতি ধন্য পূণ্যভূমি চাখার ইউনিয়নে শনিবার বিকালে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাখার হক স্পোটিং ক্লাব চত্বরে অনুষ্ঠিত জনাকীর্ণ
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন বানারীপাড়ায় সুশাসন প্রতিষ্ঠা করে এক শান্তির জনপদে রূপান্তর করা হবে।
আমি প্রথম অফিসার ইনচার্জ হিসেবে ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুনীর পূণ্যভূমি বানারীপাড়া থানায় যোগদান করেছি এটা আমার সৌভাগ্য তাই আমার মেধা ও সঠিক আইন প্রয়োগ করে বানারীপাড়াকে সন্ত্রাস,মাদক ও ইভটিজিংমুক্ত আলোকিত এক শান্তির জনপদে রূপান্তর করে বানারীপাড়া উপজেলার সমগ্র মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চাখারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুজিবুল ইসলাম টুকু, উপ-পুলিশ পরিদর্শক জাকির হোসেন,চাখার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃশাহাদাত হোসেন,সম্পাদক সান্টু শিকদার প্রমুখ।
এসময় চাখার ইউনিয়নের জনপ্রতিনিধি. রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ চাখার ইউনিয়নকে সন্ত্রাস মাদক ও ইভটিজিং মুক্ত করার ব্যাপারে (ওসি) হেলাল কে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।।