গাইবান্ধা পলাশবাড়ী বগুড়া রংপুর মহাসড়কে ফায়ার সার্ভিস এর সামনে, সড়ক দুর্ঘটনায় সাবদিন গ্রামের মানিক চন্দ্র ওরফে ধলুর ছেলে দুই সন্তানের জনক অটো ভ্যান চালক নিমাই ৩০ নিহত।গুরুতর অবস্থায় বরিশাল গ্রামের নিখিলের ছেলে খোকন( ১৮)পলাশবাড়ী হাসপাতালে ভর্তি হলে সেখানে মারা যায়।
জানা গেছে, ১ লা সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় জুনদহ বাজার থেকে চারজন যাত্রী নিয়ে নিমাই চন্দ্র পলাশবাড়ী দিকে আসছিলো।পথিমধ্যে ভ্যানের এক্সেল ভেঙ্গে গেলে ভ্যান চালক সহ সকলেই রাস্তার মাঝখানে ছিটকে পরে৷।অপর দিকে রংপুর থেকে ছেরে আশা আজ্ঞাতো গাড়ীর নিচে চাপা পড়ে ভ্যান চালাক ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় লোকজন ছুটে এলে আহতদের হাসপাতালে প্রেরণ করলে সেখানে ১ জন মারা যায়। আহত ব্যাক্তি দুজন আঃমজিদ পূর্বে রামচন্দ্র পুর ও আলহাজ্ব আঃলতিফ বরিশাল বলে জানযায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরিফ স্টেশন ম্যানেজার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভস ও জাহাঙ্গীর মোল্লা উপ পুলিশ পরিদর্শক গোবিন্দগঞ্জ হাইওয়ে। পরে নিহত নিমাইয়ের লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।