পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া-বেড়ার জিরো পয়েন্ট সি,এন্ড,বি বাসস্ট্যান্ডে হঠাৎ একটি হনুমানের আগমন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সি,এন্ড,বি বাসস্ট্যান্ড-সহ হনুমানটি আশ-পাশের সর্বত্র এলাকায় বিচরণ করছে।
স্থানীয় লোকজন হনুমানটিকে দেখতে ভীড় জমাচ্ছেন।স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সি,এন্ড,বি বাসস্ট্যান্ড এলাকায় প্রথম হনুমানটির দেখা মিলে। পরে সি,এন্ড,বি বাসস্ট্যান্ডের আশ-পাশের পাড়া-মহল্লায় অস্থির এ প্রাণিটি ছুটে বেড়াচ্ছে। কখনও গাছের মগডালে, কখনও বাড়ির ছাদে।
আবার কারো টিনের চালে অবস্থান করছে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীর জমাচ্ছে। মানুষও ছুটছে পিছুপিছু। মানুষগুলো দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে বলে জানান এলাকাবাসী।এলাকাবাসীর ধারনা করছেন কোন কলা বা ফলের গাড়িতে হনুমানটি এই এলাকায় এসেছে। অথবা অন্য এলাকা থেকে এ এলাকায় খাবারের সন্ধানেও আসতে পারে।
এ ব্যাপারে করমজা মল্লিকপাড়া গ্রামের আব্দুল্লাহ আল-মামুন রাজন বলেন, হনুমানটিকে উত্ত্যাক্ত ও তাঁর কোন ক্ষতি না করতে মানুষকে আমরা সচেতন করে যাচ্ছি। হনুমানটির মধ্যে এখনও শান্ত ভাব রয়েছে । এখনও কারো কোনো ক্ষতি করেনি বলে জানান তিনি।