পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় পৃথকভাবে তিনটি দুর্ঘটনা ঘটে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২:৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, করমজা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় কিছু যুবক ফুটবল খেলা করছিলো। ফুটবলটি রাস্তার উপর গেলে বেড়া-মাধপুর গ্রামীণ হাইওয়ে সড়ক ধরে আসা ট্রাকের চাকার নিচে পরে ফুটবল ফেটে যায়। এনিয়ে স্থানীয় যুবকদের সাথে ট্রাক চালকের বাকবিতন্ডা এবং হাতাহাতি শুরু হয়।
স্থানীয় এক ব্যক্তি ট্রাকের উপর উঠে ট্রাক চালককে মারধর করতে থাকে। এরপর ট্রাক চালক দিশেহারা হয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালাতে থাকে। প্রথমে ট্রাকটি একটি সবুজ সিএনজিকে ধাক্কা দেয় এর পরপরই ঘটে আরও দুটি দুর্ঘটনা।
বেড়া- সাঁথিয়ার জিরো পয়েন্ট সিএন্ডবি বাসস্ট্যান্ড সাঁথিয়া রোডে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন চালিত করিমনকে ধাক্কা দিলে সেখানেই করিমন দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় লোকজন ট্রাকটিকে ধাওয়া করলে বেপরোয়া গতিতে গাড়িটি বের হয়ে গেলেও চাকলা মোল্লাবাড়ি নামক স্থানে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এসময় ট্রাক চালক আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক চালককে স্থানীয় বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সাঁথিয়া থানা পুলিশ জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।