সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা । শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত অর্থ উপজেলার ৭৩টি অস্বচ্ছল পুজা মন্ডপে বিতরণ করা হয়েছে।
সোমবার (৭সেপ্টম্বর)সকাল ১০টায় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত ৩ লক্ষ ৫৬ হাজার ১০৫ টাকা টাকা বিতরন করা হয়।
তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর উপস্থাপনায় বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের নেতা নারায়ন মজুমদার,অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,মনোরঞ্জন মন্ডল,জয়ন্ত পাল,কার্তিক রায়,তাপস ঘোষ,শংকর ঘোষ প্রমুখ।
অর্থ বিতারণ অনুষ্ঠানের শুরুতে মেজর সি আর দত্তের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে আগামী শারদীয় দুর্গা পুজা উদযাপন করার নির্দেশনা দেয়া হয়।