মানসেবায় নিয়োজিত মন,আত্নতৃপ্তি সারাক্ষণ এই স্লোগানটি ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “এসো বাঁচতে শিখি” এর উদ্যোগে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং ঘর নির্মাণ আসবাবপত্র সহায়তা দেওয়া হয়।গত ০৫ সেপ্টেম্বর শেরপুর জেলার অধিনস্থ শেরপুর সদর উপজেলার বন্যা কবলিত এলাকা চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড জংগলদী গ্রামের বন্যায় ঘর বাড়ি হারানো মানুষের পাশে নরসিংদী জেলা হতে স্বেচ্ছাসেবী সংগঠন “এসো বাঁচতে শিখি” এর সদস্যগনের সহযোগিতায় ৪০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু প্রাপ্যতার ভিত্তিতে সহযোগিতার হাত বাড়ায়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মো: রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধি ও নেতাকর্মীগন। সেই সাথে বন্যায় এক অসহায় মায়ের ঘর নির্মানের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের মধ্যদিয়ে কার্যক্রমের শেষপ্রান্তে ও সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে দিনভর কর্মসূচী সমাপ্ত করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন এসো বাঁচতে শিখি-র ১১জন সিনিয়র, বিচক্ষবান সদস্যগণ এবং পাশে ছিলেন অন্যান্য সদস্যগনের পরোক্ষ সহযোগিতাও।