গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বশার হাওলাদার বাদী হয়ে ছফের হাওলাদার, রফিক,
জানে আলম হাওলাদার, হেলাল হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার
অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও জানে আলম হাওলাদার জানান, বশার
হাওলাদার তার ফুপুর জমি আত্মসাৎ করে দলিল করেছে।
আমরা তার প্রতিবাদ
করায় আমাদের বিরুদ্ধে বশার হাওলাদার একাধিক মামলা করেছে। এ বিষয়
নিয়ে রফিক হাওলাদার বলেন, আমাদের পাশের এক জমির প্রকৃত মালিক মৃত.
হযরত আলী।
তার নিজ ঘরের পাশে গাছ লাগানোকে কেন্দ্র করে বশার হাওলাদার
হযরত আলীর স্ত্রী সাবিনা বেগমকে এলোপাথারীভাবে পিটিয়ে হাত পা
ভেঙ্গে দিয়েছে। সাবিনা বেগম তার নিজ বাড়ি গোলখালী ইউনিয়নে বড়
গাবুয়া গ্রামে পড়ে আছে।
এ বিষয় নিয়ে বশার হাওলাদারের কাছে
জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। ইউপি সদস্য আঃ
রব মিয়া বলেন, বশারকে একাধিকবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাকা হলেও
বশার না গিয়ে কোর্টে মিথ্যা মামলা করেন।
ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি। চৌকিদার দিয়ে
বশারকে ইউনিয়ন পরিষদে ডাকা হবে।