প্রতারণার শিকার বাঘাবাড়ী গ্রামের মান্নাফ, শাহজাহানসহ কয়েকজন মহিলা জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে প্রতারক নাজমুল আমাদের গ্রাম বাঘাবাড়ী মোল্লা পাড়ায় আসে এবং নিজেকে পিডিএফ এর কর্মী বলে পরিচয় দেন। তার এনজিওর সদস্য হতে আমাদের উদ্বুদ্ধ করেন।
সদস্য বাবদ ১২০ টাকা এবং ঋনের প্রাথমিক সঞ্চয় বাবদ ২ হাজার টাকা দিতে হবে। তাৎক্ষণিক তাদের কাছে টাকা না থাকায় পরের সপ্তাহে দেবেন বলে আসতে বলা হয়। কিন্তু নাজমুল হাসান পরের দিন সকালে ওই গ্রামে গিয়ে বড় কর্মকর্তা আসবেন এবং তাদেরকে বিশ হাজার করে প্রথমে ঋন দেবেন বলে আশ্বস্ত করেন।
বিষয়টি জনমনে সন্দেহ হলে অফিসে আসবেন বলে বায়না ধরে গ্রাহকেরা।এক পর্যায়ে নাজমুল হাসান টিএমএসএসের বেড়া শাখা স্যান্যাল পাড়ায় নিয়ে আসে। ওই ব্যক্তিরা টিএমএসএসের বেড়া শাখার ম্যানেজার আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে কথা বললে তিনি জানান, নাজমুল হাসান আমাদের কর্মী নন এবং আমরা কেউ তাকে কেউ চিনি না।
তখন প্রতারণার ফাঁদে পড়া সকল গ্রাহক ক্ষিপ্ত হয়ে প্রতারক নাজমুল হাসানকে একটি কক্ষে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পিডিএফ এর পাস বই পাওয়া যায়।
বেড়া মডেল থানার এসআই রতন কুমার বলেন, বিষয়টি যেহেতু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওতাধীন বাঘাবাড়ী মোল্লা পাড়ায় ক্লেইম হয়েছে আর প্রতারকের বাড়ী সাঁথিয়া উপজেলাধীন। পরে উর্ধতন কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।