সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে দেশেও। সরকার ইতোমধ্যে এই প্রভাব মোকাবেলায় নানা ধরনের উদ্যোগও নিয়েছে।
তারই ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও বনভূমির পরিমাণ বাড়িয়ে কার্বন ধারণক্ষমতা বাড়ানো পাশাপাশি মিশ্র প্রজাতির বাগান তৈরির মাধ্যমে বন্যপ্রাণীর আবাসস্থলে জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নসহ জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
উপজেলা বন বিভাগের সূত্রে জানা গেছে, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এমপির উদ্যোগে রাজাপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের মাঝে বিনামুল্যে ফলদ,বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হয়।এগুলোর মধ্যে ছিল জলপাই, জাম, কাঠবাদাম, পেয়ারা, অর্জুন, হরীতকী, মেহগনি, আকাশমণি, চালতা ও মহুয়া গাছের চারা।
রাজাপুর উপজেলা বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে এ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার,রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,রাজাপুর উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন,রাজাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা মজিবর,উপজেলা যুব মহিলা লীগের নেতৃ নাজনিন পাখি সহ উপজেলার ছয়টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) উপজেলাতে সংসদ সদস্য বজলুল হক হারুন এমপির নামে পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ এসেছে। ওই বরাদ্দকৃত চারা সাতটি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু বলেন,সরকার কর্তৃক ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এমপির নামে রাজাপুর উপজেলায় বরাদ্দকৃত ২ হাজার ৫ শত গাছের চারা রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকদের নিকট তুলে দেয়া হয়েছে। চারাগুলো বাড়ির আঙ্গিনায় রোপনের পরামর্শ দেয়া হয়েছে।