উপজেলা নির্বাহী
অফিসার বিষয়টি আমলে নিয়ে গলাচিপা থানাকে আইনগত ব্যবস্থা
নেওয়ার জন্য নির্দেশ দেন। দরখাস্ত সূত্রে ও আতিকুল ইসলাম মুজাহিদ বলেন,
জমা জমির জেরে বিরোধী পক্ষ আমাকে মুঠোফোনে ভয় দেখায়।
যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমি একজন ৬নং ডাকুয়া
ইউনিয়নের সরকারী ম্যারেজ রেজিস্ট্রার। শিক্ষাকতা পেশায় নিয়োজিত
আছি। আতিকুল ইসলাম মুজাহিদ এর স্ত্রী মোসা. বিউটি বেগম বলেন,
আমার স্বামী গরিব মানুষ।
জমি জমার পূর্ব শত্রুতার জেরে আমার
স্বামীকে প্রতিপক্ষরা অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করছে। বিষয়টি আমরা
২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আখি হাওলাদারকে জানিয়েছি।