লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আওয়ামী লীগ সভাপতির ভাইকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় দলীয় নেতাকর্মীরা আন্দোলনে নেমেছেন।
তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপসারণের দাবি জানান বুধবার (৩০-সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। অন্যায়ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযোগ তুলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির দ্রুত অপসারণ দাবি করেছেন তারা।
তবে প্রশাসন বলছে মালিকানাধীন জায়গা থেকে বালু উত্তোলন করতে হলেও আইন অনুযায়ী প্রশাসনের অনুমতি নিতে হয়। ভ্রাম্যমান আদালতের বিপরীতে গিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায় বুধবার দুপুরে উপজেলা সদরের পূর্ব তোপখানা এলাকায় নিজের মালিকানাধীন পুকুর থেকে বালু উত্তোলন করছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টারের ছোট ভাই নবী হোসেন। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এসিল্যান্ড ঊর্মি।
এরপর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী ঘটনাস্থল থেকে বিক্ষোভ মিছিল বের করে এসিল্যান্ডের কার্যালয় পর্যন্ত যান।
সেখানে পথসভায় তারা বলেন, নিজের মালিকানাধীন পুকুর থেকে বালু উত্তোলন করেছিলেন নবী হোসেন কিন্তু অন্যায় ভাবে এসিল্যান্ড তাকে জরিমানা করেছেন। প্রবীন আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টারের সাথে দুর্ব্যবহারও করেছেন এই কর্মকর্তা। এজন্য তারা দ্রুত এসিল্যান্ডের অপসারণের দাবি জানান।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি সাড়া দেননি।
কল রিসিভ করেননি পজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানাও।
তবে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, নিজের মালিকানাধীন পুকুর থেকে বালু উত্তোলন করলেও সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি ছাড়াই সেখান থেকে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিপরীতে অবস্থান নিয়ে যারা বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কার্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, ভ্রাম্যমান আদালতকে কেন্দ্র করে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর মিয়া যুবলীগ নেতা বাবুল মিয়া রায়হান মিয়া জসিম মিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হালিম সোহেল, সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহীন এজেডএম উজ্জ্বল নাঈম হাসান পুলক রিপন চৌধুরী শিহাব মিয়াসহ আড়াই শতাধিক উপস্থিত ছিলেন।