পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন টি সম্পর্কে সকলকে অবহিত করতে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস মো. নিজাম উদ্দিন মোল্লা, গলাচিপা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, ডা. ইমাম সিকদার, ডা. শাহরিয়ার, ডা. মেজবাহ উদ্দিন, সেবিকা সুলতা রানী, সেবিকা মালা রানী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুর সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা হ্রাস প্রভৃতি ক্ষেত্রে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হবে।
এতে ৬-১১ মাস এবং ১২- ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত। এ সময় গলাচিপা উপজেলার সম্মানিত অভিভাবকগণকে স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবাকেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।