পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রফিকুল ইসলাম (২০) আহত হওয়ার খবর পাওয়া গেছে। রফিকুল ইসলাম হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের রত্নেশ্বর গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে।
আব্দুল রাজ্জাক হাওলাদার জানান, গত বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছেলেকে আমাদের একই এলাকার মো. রাকিব, মো. সাইদুল সহ আরও অনেকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরতর আহত করে।
পরে এলাকাবাসী উদ্ধার করে আমার ছেলেকে গলাচিপা হাসাপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিসাধীনে রফিকুল ইসলাম হাসতালের ৩য় তলায় ৭নং বেডে ভর্তি আছে।
রফিকুল ইসলাম প্রতিবেদককে জানান, রাকিবের ছাগলে আমাদের চারা গাছ খেয়ে ফেললে আমরা ছাগলটিকে বেধে রাখলে আমার উপর চড়াও হয়ে কয়েকজন মিলে আমাকে মারধর করেছে এবং আমাদের ঘর ভাংচুর করেছে। মো. রাকিব বলেন, আমাকেও প্রতিপক্ষরা মারধর করেছে। আমিও হাসপাতালে ভর্তি আছি।
পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম মিয়া বলেন, ঘটনাটি শুনেছি দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংশার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় আব্দুল রাজ্জাক হাওলাদার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করবেন বলে জানান।