পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ড্ররিয়া গ্রামের মালেক মোল্লা (৬০) নামের হায়েনা দ্বারা বলাৎকার এর শিকার হয়েছে সাত বছরের এক পুত্রসন্তান।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭ টার দিকে ইউনিয়নের (৬নং) ওয়ার্ডের পুন্ড্ররিয়া গ্রামের স্কুলপাড়ায় এঘটনা ঘটে। বলাৎকার এর অভিযোগে নরপশু মালেক মোল্লাকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে এলাকাবাসী। শিশুটির পিতা বুলবুল মিঞা জানান,বিস্কুট দেয়ার নাম করে পুন্ড্ররিয়া পশ্চিম পাড়ার মালেক মোল্লা তার সাত বছরের পুত্র সন্তানকে পুন্ড্ররিয়া উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি বাগানে নিয়ে যায়। আর সেখানেই শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে রক্তাক্ত করে।
ঘটনাটি বাড়ির কাউকে বলতে নিষেধ করে। কাউকে বললে গলাটিপে হত্যা করবে বলেও শিশুটিকে হুমকি দেওয়া হয়। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি শিশুটির বাবা বুলবুল এর ভাতিজা বলাৎকার এর কথা জানিয়ে দেয়। নরপশু মালেকের বিরুদ্ধে ছয়-সাত বছর আগে একটি শিশু ধর্ষণের অভিযোগ-সহ এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিস্তর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।