পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর সাঁকোরমুখ মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আলম মোল্লা (৪০) কে আটক করেছে র্যাব-১২ (সিপিসি-২।
শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।
এসময় আসামির নিকট হতে তিন হাজার সাতশত ত্রিশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামি কুষ্টিয়ার দৌলতপুর থানার উদয়নগর এলাকার মৃত আহাদ আলী মোল্লার ছেলে।
র্যাব-১২ এর জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসায়ী আলম মোল্লা জানান, তিনি দেশের চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা করে আসছিল। রিপোর্ট লেখা পর্যন্ত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলার প্রস্তুতি চলছিল।