পাবনার সাঁথিয়া থানা পুলিশ এর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ।
আজ রবিবার (৪ অক্টোবর) সাঁথিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, এসআই রাসেদুল ইসলাম, এসআই সুলতান,এএসআই গোলাম মোস্তফা, এএসআই ফিরোজগন সকাল নয়টার দিকে উপজেলার সাঁথিয়া বাজার শাখা ইসলামি ব্যাংক এর সামনে থেকে এক হাজার দুইশত পিচ ইয়াবাসহ আলী আকবর সবুজ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় মাদক বহনকারী একটি সিএনজিও জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী বেড়া উপজেলার বনগ্রাম উত্তর পাড়ার আফসার আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত সাঁথিয়া- বেড়ার বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারি মাদক ইয়াবা বিক্রয় করে আসছিল।
আসামির বিরুদ্ধে সাঁথিয়া এবং শাহজাদপুর থানায় ৪ টি মামলা রয়েছে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের (পিপিএম-বিপিএম) এর নির্দেশনা মোতাবেক মাদক বিরোধী অভিযান চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত আসামির বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।