হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে তেলেসমাতি কারবার ঘটেছে স্কুলের অর্থ আত্মসাতের সুবিধার জন্য প্রধান শিক্ষক খাদিজা খাতুন কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের আশ্রয় নিয়েছেন।
এঘটনায় রোববার বাহুবল উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উল্লেখ্য, স্কুলটি উপজেলার পূর্ব জয়পুর গ্রামে অবস্থিত সংশ্লিষ্টর বলেছেন, গত ২৭ সেপ্টেম্বর স্কুলের পরবর্তী পরিচালনা পর্ষদ গঠনের জন্য নিজের পছন্দমত লোকদের নিয়ে সভা ডাকেন প্রধান শিক্ষক খাদিজা খাতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য সভায় সব অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের।
উপস্থিতির বিধান থাকলেও তারা দাওয়াতই পাননি প্রধান শিক্ষকের ওই অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার কারণে ওই দিন সভা থেকে বেরিয়ে যান সদ্য বিদায়ী কমিটির সভাপতি মকসুদ আলী মেম্বার ও দাতা সদস্য বিশ্বনাথ ভট্টাচার্য্য। তারা বেরিয়ে যাওয়ার পর বিতর্কিত লোকজন নিয়ে দাতা সদস্যকে সাইজ করার পরিকল্পনা করেন প্রধান শিক্ষক সেই সাইজ করার পরিকল্পনার অংশ হিসেবে এখন প্রতিদিন স্কুল ক্যাম্পাস ও এর আশেপাশে খাদিজা খাতুনের ভাড়াটে গুন্ডারা’ টহল দিচ্ছে প্রধান শিক্ষক খাদিজা খাতুনের অনিয়ম স্বেচ্ছাচারিতা স্কুলের টাকা মেরে দেয়ার অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা।
নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বরাবরে অভিযোগ দেন পূর্ব জয়পুরের বাসিন্দা মকবুল হোসেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে আদেশ জারি করেন
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে জারি হওয়া আদেশে বলা হয়েছে, পূর্ব জয়পুর গ্রামে অবস্থিত পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে
প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছা চারিতার অভিযোগ তদন্তে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হল তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন, বাহুবল উপজেলা সমবায় অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার যত দ্রুত সম্ভব কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে ওই আদেশে এ বিষয়ে খাদিজা খাতুনের সঙ্গে কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি তবে অভিযোগ এবং তদন্ত থেকে রেহাই পাওয়ার জন্য খাদিজা খাতুন আওয়ামী লীগের তৃতীয়সারির নেতাদের নিয়ে বাহুবল উপজেলা প্রশাসনে তদবির শুরু করেছে।