ময়মনসিংহের গফরগাঁওয়ে পুতুলের কাপড়ের জন্য অভিমান করে ইভা (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ওড়না বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার বিকালে উপজেলার মশাখালী ইউনিয়নের খৈয়ার পাড় গ্রামে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে অপমৃত্যু মামলা করতে গিয়ে থানা গেটের সামনে ইউপি সদস্য বদরুজ্জামান বুদিয়া (৪০) অজ্ঞান হয়ে ঢলে পড়েন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত তাকে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মশাখালী ইউনিয়নের খৈয়ার পাড় গ্রামের লিটন মিয়ার জমজ দুই মেয়ের মধ্যে ইভা (১১) স্থানীয় আউলাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে পুতুলের কাপড় নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। পরে ইভার মা রাগ করে পুতুলের সব কাপড় পুড়িয়ে দেন। এতে অভিমান করে বিকালে ইভা বসতঘরের জানালার গ্রিলে গলায় ওড়না বেঁধে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় খোঁজ পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিয়ে ওড়না কেটে নিচে নামানোর কিছুক্ষণের মধ্যেই ইভা মারা যায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ঘটনার রাতে অপমৃত্যু মামলা করতে ইভার পরিবারের লোকজন স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান বুদিয়াকে সঙ্গে নিয়ে থানায় যান। রাত সাড়ে ৮টার দিকে থানা গেটের সামনে চা স্টলে বসে চা খাওয়ার সময় ইউপি সদস্য বদরুজ্জামান বুদিয়া অজ্ঞান হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, নিহত শিশুর লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানিয়রা জানায় সম্ভবত তিনি স্ট্রোক করে মারা গেছে।