মৌলভীবাজার শেরপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার সদরের শেরপুর, আফরোজগঞ্জ বাজার, পোষ্ট অফিস রোড, শেরপুর আবাসিক এলাকা, সিলেট রোড, বিশ্বরোডে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে তদারকি অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করা, পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আফরোগঞ্জ বাজারে অবস্থিত মিহির ফার্মেসীকে ২ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত তাপস ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, প্রিয়জন ষ্টোরকে ২ হাজার টাকা, শেরপুর আবাসিক এলাকায় অবস্থিত শাহরিন এন্টারপ্রাইজকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গণমাধ্যম কে জানান, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়ম রুখতে এ অভিযান অব্যাহত থাকবে।