পাবনার সুজানগরের থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পাবনা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পাবনা শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ লক্ষ টাকা মুল্যের এলইডি টিভি, মোবাইল ফোন, ট্যাব, সিলিংফ্যান ও টেবিল ফ্যান উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আখতার মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন,গত ২৩ সেপ্টেম্বর সুজানগরের বেষ্ট ইলেকট্রনিক্সের দোকানের তালা ভেঙ্গে চুরি হয়। এ ঘটনায় পাবনা শহরের কাচারীপাড়ার মোঃ বাবু প্রামানিক (২৫) কে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম উল্লেখ করে।
গ্রেফতারকৃত আসামী বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের চোরাই কাজে ব্যবহৃত ১টি টয়োটা হাইএচ সুপার জিএল কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করেন ।
এছাড়াও চুরি হওয়া একটি ৩২ ইঞ্চি টিভি, ৫ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি ১৮ ইঞ্চি কম্পিউটার মনিটর, ১ টি ট্যাব, ১ টি স্ট্যান্ড ফ্যান, ৩ টি প্রেসার কুকার, ১ টি হিটার কুকার, ১ টি গ্যাসের চুলা, ২ টি রাইচ কুকার এবং ১ টি ফ্লাস্ক উদ্ধার করা হয়।