সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের আগুনে পুড়ে ছাই হলো অসহায় আবুল হোসেনে মন্টুর বসতবাড়ি।ঘটনাটি ঘটেছে বুধবার(৭অক্টোবর) গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবুল হোসেনে মন্টু।সে কলিয়া গ্রামের মৃত কিরামত আলীর ছেলে।
ক্ষতিগ্রস্থ আবুল হোসেন জানান,একই এলাকার প্রতিপক্ষ মিজানুর,জলিল,জিয়া ও ইদ্রিস গংদের সাথে দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে বুধবার গভীর রাতের কোন এক সময় তার বসতবাড়িতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা । ভয়াবহ এই আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায় । এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান আবুল হোসেন। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন,বসতবাড়ীতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। এ ব্যপারে থানায় কেও থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক অইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।