মৌলভবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট অভিযান টিম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টায় শ্রীমঙ্গল স্টেশনের দক্ষিণ পাশে, ১০ নং ভানুগাছ রোড ও জালালিয়া সড়কে মোট ০৩ (তিনটি) স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন।
অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলন ও মজুদের অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা লংঘনের অপরাধে ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত জ্যোতি দেব কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রায় ১৮,৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু বুধবার (১৪ অক্টোবর) তারিখে উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করা হবে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন।