সাম্প্রতিক সময়ে দেখা গেছে মনোহরদী উপজেলার পাইকানে ভাসমান রেস্টুরেন্ট সাম্পান তৈরি হয়েছে এবং এই রেস্টুরেন্টে ইংরেজিতে আইটেমর নাম মেনু থাকে বাংলা লেখা তার মধ্যে একটি হচ্ছে চিকেন উইংস এর বাংলা অর্থ হচ্ছে মুরগির পাকানা বা ডানা যা গ্রামের সহজ সরল মানুষ গুলো এর মানে বুঝে না উইংস মানে পাকনা বা ডানা চিকেন মানে মুরগি যা সব মিলে হচ্ছে মুরগির পাকনা বা ডানা এগুলো বিভিন্ন নাম দিয়ে হট বারবিকিউ চিলি চিকেন উইংস /চিকেন উইংস হানি এই রেপির ইংরেজি নাম গুলো বাংলায় লিখা থাকে যা অনেক মানুষেই না বুঝেই অর্ডার করে প্রতারিত হচ্ছে
এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভোক্তাদের ঠেকিয়ে প্রচুর পরিমাণ অর্থ লুটে নিচ্ছে তেমনি একজন ভোক্তভুগি আনিসুর রহমান জানিয়েছেন আমরা ফেইসবুকে অনেক প্রচারণা দেখেছি এই সাম্পান রেস্টুরেন্টের যেখানে নিয়মিত উনাকে ৪৫টি আইটেম থাকে আমি মনোহরদী থেকে মোটরসাইকেলে করে আমার বন্ধুবান্ধব নিয়ে যাই এই ভাসমান সাম্পান রেস্টুরেন্টে খেতে গিয়ে আমরা প্রতারণার শিকার হই বাজারে ফার্মের মুরগির অবশিষ্ট অংশ পাকনা ডানা পা গালা থাকে এগুলো দিয়ে যে তারা অভিনব কায়দায় 1৩0/২০০ টাকা করে আদায় করছে তারা বিভিন্ন নাম দিচ্ছে চিকেন হট উইসং বারবিকিউ আমরা চাই ভোক্তারা যেন এই ধরনের প্রতারণার শিকার না হয় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করসি নিয়মিত মিনিটরিং করার জন্য