করোনার ক্রান্তিলগ্নে দীর্ঘদিন দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন ক্যাম্পাসের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের আর্থিক দুরাবস্থার কথা চিন্তা করে ৭৯ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংলগ্ন এলাকায় অবস্থানরত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রদান করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করছেন প্রশাসন।