পাবনার বেড়ায় পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত টানা একঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। করমজা চতুর বাজার বনিক সমিতি, বেড়া উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস মালিক সমিতি, এবং সিএনজি মালিক সমিতি বেড়া শাখার উদ্যোগে সিএন্ডবি বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় প্রশাসন ও একটি কুচক্রী মহল মিলে বাতেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষ কুচক্রীদের অপপ্রচারে বিভ্রান্ত হতে শুরু করেছে। এধরণের ষড়যন্ত্র থেকে মানুষকে সতর্ক থাকতে হবে বলে জানান বক্তারা। করমজা চতুর বাজার বনিক সমিতির সভাপতি মিজানুর রহমান উকিল। বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান। কার্যকরী সদস্য সরদার দেলোয়ার হোসেন। বনিক সমিতির উপদেষ্টা ইদ্রিস আলী সরদার। বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী।
বেড়া উপজেলা যুবলীগ নেতা ময়ছার আলী। পাবনা জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম বস। সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। সাঁথিয়া উপজেলা যুবলীগ নেতা সরদার আবু সাঈদ। বেড়া উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বেড়া উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এসময় বক্তব্য রাখেন। সাঁথিয়া এবং বেড়া উপজেলার আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় মানববন্ধন কর্মসূচি পালনে অংশ গ্রহণ করে।