ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয়া দুর্গাপূজার আজ শনিবার মহাঅষ্টমীতে থেমে থেমে বৃষ্টি ও করোনার এই সময়ে ভক্তসমাগম নেই বললেই চলে মহাঅষ্টমীতে ভক্তরা দুরত্ব মেনে মন্ডপে মন্ডপে মায়ের উদেশ্যে অঞ্জলি দেন।
অনেকেই ব্যাক্তিগতভাবে নিজ মন্ডপে করেন একদিনের ঘট পুজা। অঞ্জলি শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। দুর্গতিনাশিনী দেবি দুর্গার নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম্যাদি কল্পারম্বের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে সপ্তমী পুজা। করোনার এই সময়ে বিধিনিষেধ মেনে ঈশ্বরগঞ্জ উপজেলায় আঠান্নটি পুজামন্ডপে অনুষ্টিত হচ্ছে শারদীয়া দুর্গাপূজা।
এব্যাপারে উপজেলা পুজা উদজাপন কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার জানান,কঠোর নিয়ম ও বিধি নিষেধ মেনে উপজেলার আটান্নটি পুজামন্ডপে দুর্গাপূজা ও ঘটপুজা অনুষ্টিত হচ্ছে।
এব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) মোখলেছুর রহমান জানায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ পুলিশ টহল ও পুলিশ মোতায়েন রহেছে। এদিকে রায়বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জালাল আহাম্মেদ জানান, মন্ডপগুলোতে টহল পুলিশ মোতায়েন রহেছে।
তাছাড়া মোবাইল ট্রাক্সফোর্স হিসাবে মোতায়েন রহেছে আনসার বিডিপি। বৃহস্পতিবার মহাষষ্ঠী পুজার মাধ্যমে শুরু হয় দুর্গাপূজা। দেবিদুর্গা আগামী ছাব্বিশ অক্টোবর পর্যন্ত ভক্তদের মধ্যে পুজার্চনা নিয়ে মুগ্ধ হয়ে আনন্দ সময় কাটানোর পর বিজয়দশমীতে দেবী ফিরে যাবেন স্বর্গাদামে। আর এই পুজার্চনার মধ্য দিয়ে শেষ হবে পাচদিনব্যাপী সনাতন ধর্মানুলম্বীদের এই দুর্গাপূজা।
করোনার পরিস্থিতির কারনে জাতীয়ভাবে নির্দেশনানুযায়ী এ উপজেলায় সব ধরনের উৎসব ছাড়াই পালিত হচ্ছে দুর্গাপূজা।