প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলায় বে-সরকারী সংস্থা উত্তরণ এর ত্রাণ কার্যক্রম ও কপোতাক্ষ নদের টিআরএম বিল পরিদর্শন করেন।শনিবার (২৪ অক্টোবর) দিনভর এসব কার্যক্রম পরিদর্শন শেষে বে-সরকারী সংস্থা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এর আগে সকালে উত্তরণের বাস্তবায়নে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
পরে তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির নেতৃবৃন্দের সাথে টিআরএম কার্যক্রমের প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম হন।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায় এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, কওছার আলী জমার্দ্দার, সরদার জাকির হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, পানি কমিটি নেতা শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, অধ্যাপক রেজাউল করিম, মোঃ সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক প্রমুখ।
পরবর্তীতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এনজিও পরিচালকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম। এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলামসহ দক্ষিণাঞ্চলে কর্মরত বিভিন্ন এনজিও পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।