পটুয়াখালীর গলাচিপায় বেপজার অধীনস্থ রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল হিসেবে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজাকে নির্বাচন করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় উপজেলা আমখোলা ইউনিয়নের মুদির হাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের নের্তৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমানুর রহমান নান্নু। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনু বেপারীসহ ইউনিয়ন সকল স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময়ে দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, বেপজার অধীনস্থ রপ্তানী প্রক্রিয়াজাতকরণের সরকারীভাবে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় ৪০০ একর সম্পত্তির মধ্যে ৮২ একর সরকারি এনিমি জমি থাকায় এখানে রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল গড়ে উঠলে এখানের ব্যাপক উন্নয়ন হবে। সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মানববন্ধনে বক্তারা বলেন।
নোমানুর রহমান নান্নু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আমখোলাবাসীর প্রাণের দাবী যাতে এখানে বেপজার অধীনস্থ রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল হিসেবে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজাকে নির্বাচন করা হলে এখানে জনমানুষের উন্নয়ন হবে এবং আমরা সকলেই উপকৃত হব। পরে বাদুরা হাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একই দাবীতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।