পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকির সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য’সহ বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হয়। এ’ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকি খোদ নিজেই দুষ্কৃতকারীরা টাকা দাবি করেছেন বলে সতর্কতা বার্তা দিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯:৩০ নয়টার দিকে উপজেলা প্রশাসন বেড়া পাবনা, প্রশাসনের ফেসবুক আইডি রিভিউয়ের জন্য বন্ধ থাকায় তার ব্যক্তিগত আইডিতে একটি সতর্ক বার্তা দেন।
সেখানে বলা হয়,”সতর্কীকরণ বার্তা”বেড়া উপজেলা নির্বাহী অফিসার এর মোবাইল নাম্বার ক্লোন করে দুষ্কৃতকারীরা সবার কাছে টাকা দাবি করছে। কেহ এই দুষ্কৃতকারীদের ফাঁদে পড়বেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার ঢালারচরের এক ইউনিয়ন পরিষদের সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন আমার সরকারি ফোন নাম্বার দিয়ে টাকা চাওয়া হয়েছে।
এছাড়াও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকেও টাকা দাবি করা হয়। সবাইকে সতর্ক হওয়ার জন্য স্যোশাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমি সতর্কবার্তা দিয়েছি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানায় একটি জিডি করবেন বলে তিনি জানান।