করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাঁথিয়া উপজেলা প্রশাসন “no Mask no service”এর ব্যনারে জন’সচেতনতা বৃদ্ধির লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ব্যাপকভাবে জন”সচেতনতা বৃদ্ধির লক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গেট সংলগ্ন”no mask no service”এর মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল উদ্দিন বলেন, এই শীতে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে পারে। এমন আশংকায় “no mask no service” নীতি বাস্তবায়ন করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার।”no mask no service” বাস্তবায়ন করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযান, জরিমানা’সহ এই নীতি বাস্তবায়ন করতে যে কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাস্কবিহীন কাউকে সরকারি-বেসরকারি অফিস এবং দোকানপাটে ঠুকতে বা সেবা দেওয়া যাবে না।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মাস্ক ছাড়া কোন সেবা প্রদান হবে না। মাস্ক ব্যতীত কোন লোক থানায় প্রবেশ করলে তাকে আইনের আওতায় আনা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক ভাবে বাস্তবায়ন করতে কঠোর নিদের্শনা দিয়েছেন।
সামজিক আন্দোলন বা প্রচারাভিযান যেভাবেই হোক এটি নিশ্চিত করতে বলেছেন তিনি।”no mask no service” কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক’সহ সকল শ্রেনী পেশার মানুষ।