ময়মনসিংহের ফুলপুরে মাক্স না পড়ায় সাত জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা সদরে বাসষ্ট্যান্ড এলাকায় মাস্ক না এই জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা আজ সোমবার দুপুরে এ জরিমানা করে তা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ১৯৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় কমল বণিককে ১ হাজার টাকা, স্বপন বণিককে ১ হাজার টাকা, আরিফকে ৫শ টাকা, আইনুল হককে ২শ টাকা, শিপনকে ২শ টাকা, ড্রাইভার সাইদুলকে ২শ টাকা ও আরিফুলকে ১শ টাকা জরিমানা করেন এবং সাথে সাথে তা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।
এসময় সহযোগিতা করেন ফুলপুর থানার এস আই ফয়জুর রহমান, যুব রেড ক্রিসেন্টের ফুলপুর প্রধান তাসফিক হক নাফিও, স্বেচ্ছাসেবক সুজন, অাকিকুল, মিলন, সাখাওয়াত, সিয়াম, হৃদয়সহ পুলিশ ফোর্স।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।