পাবনার বেড়ায় মাস্ক না পড়ার অপরাধে দোকানি ও পথচারীসহ ১৬ জনকে ষোলশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলার পেঁচাকোলা, মোহনগঞ্জ বাজারসহ কয়েটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত সামাজিক দূরত্ব বজায় এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে মাস্ক না পড়া সকলের মাঝে মাস্ক বিতরন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনগনকে মাস্ক পড়ার অভ্যস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে।
এসময় মাস্ক বিহীন দোকানে পণ্য বিক্রি ও মাস্ক ছাড়া চলাচল করার অপরাধে দোকানি ও পথচারীসহ ১৬ জনকে একশত টাকা করে মোট ষোলশত টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।