পাবনার বেড়ায় কম্পিউটার সলিউশন নামের দোকানে চলছে গ্রাহক প্রতারণা। এমনই অভিযোগ উঠেছে কম্পিউটার সলিউশন প্রতিষ্ঠানের নামে। একাধিক ব্যক্তির সাথে অভিযোগের ভিত্তিতে কথা বলে জানা যায়, বেড়া ফকির প্লাজার কম্পিউটার সলিউশন নামের দোকান থেকে ল্যাপটপ, কম্পিউটার পিসি এবং অন্যান্য এক্সেসরিস ক্রয় করে প্রতারিত হয়েছে।
বিভিন্ন নন ব্র্যান্ডের কম্পিউটার ল্যাপটপ এবং নকল এক্সেসরিস পন্য ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে পন্য বিক্রি করছে এই প্রতিষ্ঠানটি। ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন সমস্যা দেখা দিলে সমাধান না করে নানান ধরনের টালবাহানা শুরু করে। মাঝে মধ্যে দুই একটি সমস্যার সমাধান করলেও তা পেতে অনেক সময় লেগে যায় তাও আবার টাকার বিনিময়ে।
এমনকি কোন কোন গ্রাহকদের ল্যাপটপ, কম্পিউটার,হার্ডডিস্ক, র্যামও গায়েব হয়েছে। সাঁথিয়া উপজেলার জনতা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মেহেদী হাসান, সাংবাদিক পান্নু, বেড়া উপজেলার মুশফিকুর রহমান, মাইদুল মাহমুদ, নাসিমুল ইসলামসহ অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে জানান তারা। তারা এও বলেন, কেউ হারিয়েছে কম্পিউটার, কেউ হারিয়েছে ল্যাপটপ আবার কেউ হারিয়েছে হার্ডডিস্ক র্যাম।
এলাকার প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে নামমাত্র ভর্তুকির দিয়ে পার পেয়ে যায় কম্পিউটার সলিউশন নামের প্রতিষ্ঠানটি। ধান্দাবাজি আর প্রতারণা এই প্রতিষ্ঠানটির মুল ব্যবসা বলে জানান ভুক্তভোগীরা। এব্যাপারে কম্পিউটার সলিউশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। আল্লাহ সাথে থাকলে কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না বলে তিনি জানান।