পাবনার সাঁথিয়া উপজেলার আসন্ন করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন বর্তমান যুবসমাজের অহংকার সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল।
ইতোমধ্যে প্রার্থীতা জানান দিয়ে সামাজিক,রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণসহ ঘরোয়া পরিবেশে চলছে প্রচার প্রচারণা। মিজানুর রহমান উকিল বেড়া সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, করমজা ইউনিয়ন সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং করমজা ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সভাপতি ছিলেন।
অত্যন্ত সৎ মেধাবী রাজনৈতিক কর্মকাণ্ডে পরিচ্ছন্ন ভুমিকা রাখার বদৌলতে তাকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বভার দেয়া হয়। অর্পিত দায়িত্ব সফলভাবে নিষ্ঠার সাথে পালনও করে যাচ্ছেন মিজানুর রহমান উকিল। এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানান দেওয়ার পরপরই করমজা ইউনিয়নের আওয়ামিলীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সরাসরি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এবং সেই সাথে আগামীতে করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে দাবি তোলেন ইউনিয়নের সাধারণ জনগণ।
করমজা ইউনিয়ন আওয়ামীলীগের (৮ নং ওয়ার্ড) সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, উকিল সৎ মেধাবী রাজনৈতিক কর্মকাণ্ডের একজন পরিচ্ছন্ন কর্মীর ভুমিকা রাখার কারণে আমি এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু এর আগে ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে সম্মানের সহিত তিনি দায়িত্ব পালন করেছেন সেখানে করমজা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউনিয়নের সকলকে সাথে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের একাধিক ব্যক্তিদের সাথে কথা বললে তারাও একই মত প্রকাশ করে এবং উকিলকে আগামীতে করমজা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন দিতে বেড়া-সাঁথিয়ার এমপির নিকট জোর দাবি করেন।
এবিষয়ে মিজানুর রহমান উকিল বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সফলতা আনার পেছনে আমার ইউনিয়নের নেতাকর্মী এবং সাধারণ মানুষের অবদান অপরিসীম। জনগণের জন্য কিছু করতে পারা এটা গর্বের বিষয়। ভালোলাগা ভালোবাসার মানুষের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে আপত্তি নেই। তবে আমার অবিভাবক পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু এমপির দোয়া সমর্থন থাকলে নির্বাচন করতে বাধা নেই। সেবাই ধর্ম সেবাই কর্ম মানুষের ভালোবাসা নিয়েই আমি পথ চলতে ভালোবাসি।