পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। শিক্ষাই জাতির মেরুদন্ড। সুবিধা বঞ্চিত ও শিক্ষার আলো ছড়াতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ‘৫৯নং চিকনিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন শনিবার বেলা সাড়ে ১১টায়।
সভায় সভাপতিত্ব করেন চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব কর্মসূচী এবং শতভাগ শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাচ্ছেন। কিছুদিন আগেও আপানাদের এখানে একটি স্কুলের ভবনের উদ্বোধন করেছি। আজ আপনাদের ইউনিয়নে আরও তিনটি নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করলাম। দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে শিক্ষার কোন বিকল্প নাই। পরে দুপুর ১২ টায় ‘১২১নং পূর্ব কালারাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন এবং দুপুর সাড়ে ১২টায় ‘৭২নং কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন এমপি।