পাবনার বেড়ায় সাতশত একর জমির উপর নির্মিত হবে অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যেই উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সাফুল্লা মৌজা নদীর তীরবর্তী সাতশত একর জমিতে নির্মিত অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চলের যুগ্ম সচিব হাসান আরিফ।
শনিবার (১৯ ডিসেম্বর) অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন তারা। এসময় পরিদর্শন শেষে জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন,অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে পাবনার মানুষের জীবন মানের উন্নয়ন হবে। ডিসেম্বর মাসের শেষের দিকেই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে বলে জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মোখলেছুর রহমান, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা সহকারী (ভুমি) অফিসার মোহাম্মদ মাহবুব হাসান, বেড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবাহ মোল্লা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।