পাবনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঈশ্বরদী গোয়েন্দা শাখার হাতে দুই টিকিট কালো বাজারি গ্রেফতার হয়েছে। ট্রেনের টিকিট কালো বাজারি করে বিক্রি করার সময় শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে চাটমোহর ষ্টেশন থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাটমোহর উপজেলার অমৃতকুন্ড গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল জলিল এবং ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের মতিয়ারের ছেলে মনিরুল ইসলাম। গ্রেফতারের সময় আসামিদের কাছে ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের পাঁচ হাজার একশত ত্রিশ টাকা মুল্যের মোট উনিশটি কালো টিকিট জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদী গোয়েন্দা শাখার এএসআই সিদ্দিকুর রহমান বলেন, কালো বাজারি করে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে চিফ কমান্ডেন্ট আসাদুল স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।