পাবনা থেকে ঢাকা রুটে চলাচলকারী দূরপাল্লার সব ধরনের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাবনা বাস মালিক শ্রমিক সংগঠনের নেতারা। পাবনার পরিবহনের শ্রমিক মারধর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত নয়টার দিকে এ ঘোষণা দেয়া হয়। হঠাৎ করে দূরপাল্লার বাস বন্ধ ঘোষণা করায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস শ্রমিকেরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে থাকে।
পাবনার মালিক শ্রমিকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো ফল পায়নি। তিনি জানান, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের হেলপার ও কনডাক্টরকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে পাবনার বাস মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার রাত থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, শনিবার ২৬ ডিসেম্বর পাবনা ও শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।