সাতক্ষীরার তালায় ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী তৈয়বুর রহমান(১৭)অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না।সে উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের দিনমজুর রফিক মোড়লের একমাত্র সন্তান ও তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী। দীর্ঘ ৪ বছর ধরে রোগে ভূগছে বলে জানান তার পিতা রফিকুল ইসলাম।
২০১৬ সালে খিচুনি দিয়ে শুরু হয় রোগের প্রথম লক্ষন। তখন থেকে শুরু তার চিকিৎসা। প্রথমে খুলনার মৃগীরোগ বিষেশজ্ঞ ডাঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করিয়েছেন কিন্তু কোন উন্নতি হয়নি। পরে ২০১৯ সালে ডিসেম্বারে খুলনার নিউরো বিশেজ্ঞ ডাঃ আঃ ছালাম কে দেখালে পরীক্ষা নিরিক্ষা করে তার ব্রেন টিউমার ধরা পড়ে।পরে তিনি উন্নত চিকিৎসার জন্য তৈয়বুরকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটালে রিফার্ড করেন । কিন্তু অর্থসংকট ও করোনা কারণে চিকিৎসা করাতে পারেননি।
২০২০ সালে ডিসেম্বারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৈয়বুরকে নিয়ে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটালে ডাঃ মিজানুর রহমান কে দেখালে তিনি পরীক্ষা নিরিক্ষা করে নিশ্চিত হন তার ব্রেন টিউমার। চিকিৎসক দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। এর জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। এর আগে একমাত্র সন্তানের চিকিৎসা করাতে সহায়সম্বল হারিয়ে এখন নিঃশ্ব তিনি।
ছেলে তৈয়বুরের অপারেশনের এত টাকা জোগাড় করার মতো অবস্থা নেই দিনমজুর রফিক মোড়লের। তাই সমাজের বিত্তবান ও সকল শ্রেনির মানুষের কাছে মানবিক সাহায্য কামনা করছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা পিতাঃ- মোঃ রফিক মোড়ল-বিকাশ নাম্বার -০১৯১৬০৫৩৬৫৩ ,যোগাযোগ তৈয়বুর রহমান-০১৪০৯০৭৬৭৬০।